চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা পুলিশ ক্যাম্পের এসআই ফরিদুল ইসলামের বিরুদ্ধে বাড়িতে ঢুকে আসবাবপত্র তছনছ, গালিগালাজ ও আলমারি খুলে দুই লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন খাসকররা ইউপি চেয়ারম্যান তাফছির আহমেদ মল্লিক লাল। বুধবার বেলা ২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ করেন তিনি।
অভিযোগে দাবি করা হয়েছে, গত মঙ্গলবার ভোর ৪টার দিকে এসআই ফরিদুল ইসলাম সঙ্গে অন্যান্য পুলিশ নিয়ে চেয়ারম্যানের আলমডাঙ্গা শহরের স্টেশনপাড়ার বাড়িতে প্রবেশ করেন। এসআই ফরিদুল ইসলাম বাড়ির ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে দোতলায় চেয়ারম্যানের ফ্ল্যাটে তাকে না পেয়ে বাড়ির আসবাবপত্র তছনছ করতে থাকেন। এক পর্যায়ে ঘরের আলমারি খুলে দুই লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
চেয়ারম্যান লাল বলেন, সম্প্রতি গ্রামের একটি সালিশকে কেন্দ্র করে প্রতিপক্ষরা আলমডাঙ্গা থানায় চেয়ারম্যান লালসহ চারজনের নামে অভিযোগ দাখিল করেন। এরই সূত্র ধরে এসআই ফরিদুল ইসলাম তার বাড়িতে এসে এসব করেন।
এসময় চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন তার স্ত্রী নূরানী পারভেজ, কণ্যা লাবন্য, ইউপি সদস্যগণ ও গ্রামবাসী অনেকে।
জামান আখতার/বুইউ