1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মেসির জন্মদিনে ৩৬ কিলোমিটার দৌড়ালেন শিক্ষক

জেলা প্রতিনিধি, নীলফামারী প্রকাশিত: জুন ২৪, ২০২৩, ১০:৪১ পিএম মেসির জন্মদিনে ৩৬ কিলোমিটার দৌড়ালেন শিক্ষক

নীলফামারীঃ বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির প্রথম জন্মদিন উদযাপনে বিশ্বজুড়ে চলছে নানা আয়োজন। এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশি ভক্তরাও। টানা ৩৬ কিলোমিটার পথ দৌড়ে বিশ্বসেরা এ ফুটবলারের ৩৬তম জন্মদিন উদযাপন করেছেন নীলফামারীর এক শিক্ষক।

শনিবার (২৪ জুন) সকালে নীলফামারী সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের ৩৬ কিলোমিটার পথ দৌড়ে তিন ঘণ্টায় অতিক্রম করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই শিক্ষকের নাম নুরুল করীম।তিনি নীলফামারী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। ২৯তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগ দিয়েছিলেন তিনি।

ছোটবেলা থেকেই মেসির প্রতি তার গভীর ভালোবাসা। গত বিশ্বকাপে মেসির বিশ্বকাপ জয়ের উল্লাসে ১০০টি জার্সি বিতরণ করেছিলেন শিক্ষক নুরুল করীম। এছাড়া ২০২১ সালে স্বাধীতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে টানা ৫০ কিলোমিটার দৌড়েছিলেন তিনি।

মেসিভক্ত অধ্যাপক নুরুল করীম বলেন, ‘ছোটবেলা থেকেই আমি মেসির ভক্ত। ইচ্ছা করে তার একটি খেলাও দেখিনি এমন ঘটনা নেই। শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকেই আমি দৌড়ে এ বিশ্বসেরা ফুটবলারের জন্মদিন উদযাপন করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি মূলত মানসিক শান্তির জন্যই শখ করে দৌড়ানোর অভ্যাসটা শুরু করেছিলাম। এতে শরীর ও মন ভালো থাকে। তবে এভাবে প্রিয় ব্যক্তির জন্মদিন উদযাপন করতে পারবো তা ভাবিনি। এটা একটা অন্যরকম অনুভূতি।’

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner