1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ফরিদপুর চিনিকলের শ্রমিক কর্মচারিদের বিক্ষোভ মিছিল

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৬:৩১ পিএম ফরিদপুর চিনিকলের শ্রমিক কর্মচারিদের বিক্ষোভ মিছিল

ফরিদপুরঃ মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল বেসরকারী খাতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে চিনিকল শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় ফরিদপুর চিনিকলের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহিন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন, কৃষি বিভাগের কেন্দ্র পরিচালক নির্মল কুমার সরকার, পরিবহন শাখার কামালউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন শ্রমজীবী ইউনিয়নের অর্থ সম্পাদক মনিরুজ্জামান, বৃহত্তর প্রশাসন ও হিসাব বিভাগের সদস্য মতিয়ার রহমান মিঞা।

ফরিদপুর চিনিকল বেসরকারী খাতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন  শেষে একটি বিক্ষোভ মিছিল চিনিকল এরিয়া প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর হাতে গড়া বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠানটি বেসরকারী খাতে না দিয়ে সরকারী পৃষ্ঠপোষকতায় রেখে লাভজনক করতে হবে। চিনি শিল্পকে টিকিয়ে রাখতে হবে। এ বছর চলতি রোপন মৌসুমে আখ রোপনের হার ভালো, তাই মিলটিকে বাচিঁয়ে রাখতে সরকারের সংশ্লিষ্ট মহলকে অনুরোধ জানান।

উল্লেখ্য, ফরিদপুর চিনিকলটি বেসরকারী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ নেওয়ার প্রক্রিয়া করছে।

 

 

সাম্মী/এমআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner