কুষ্টিয়াঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার খোকসা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত নির্বাচন গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী প্রশিক্ষণের সকাল ৯ টার সময় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহতেশাম রেজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা নির্বাচনী কর্মকর্তা মো: আবু আনসার,
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শহিদুল ইসলাম,
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ ও খোকসা উপজেলা নির্বাচনী কর্মকর্তা মো: মিজানুর রহমান।
দিনব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশিক্ষণ অনুষ্ঠানে খোকসা উপজেলার ২৭৭ টি বুথ ও কেন্দ্র ৫০ টির জন্য ৫৫ জন প্রিজাইডিং অফিসার, সহকারি পিজাটিং অফিসার ৩০৬ জন ও পোলিং অফিসার ৬১০ জন মোট ৯৭১ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
খোকসা সরকারি কলেজের হলরুম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ একাডেমি ভবনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনকে শান্তিপূর্ণভাবে গ্রহণ করানোর জন্য সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
হুমায়ুন কবির/এমআইসি