1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

জাবির মাদকবাহী এ্যাম্বুল্যান্সের ধাক্কায় নিহতের ঘটনায় চালক বরখাস্ত

জাবি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০৭:০৮ পিএম জাবির মাদকবাহী এ্যাম্বুল্যান্সের ধাক্কায় নিহতের ঘটনায় চালক বরখাস্ত
ফাইল ছবি

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মাদকদ্রব্য বহনকারী অ্যাম্বুলেন্সের ধাক্কায় অটো রিকশাচালকসহ এক  মহিলার গর্ভের শিশু নিহতের ঘটনায়  অ্যাম্বুলেন্স চালকে বরখাস্ত করা হয়েছে।


অভিযুক্ত চালকের নাম মো: রিপন হাওলাদার তিনি মেডিক্যাল সেন্টারের ড্রাইবার -কাম-মেকানিক  পদে নিযুক্ত ছিলেন।

গত ২৫ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেয় হয়। নাম প্রকাশে অনিচ্ছুক  একজন সিন্ডিকেট সদস্য  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত জানুয়ারি মাসে ঢাকা থেকে  ক্যাম্পাসে (জাবি) ফেরার পথে সিএন্ডবি সংলগ্ন অরন্যালয় গেইটের নিকট এ্যাম্বুলেন্স দুর্ঘটনায় চালক মোঃ রিপন হাওলাদারের দায়িত্ব অবহেলার বিষয়টি প্রতীয়মান হওয়ায় বিশ্ববিদ্যালয় নিয়ম  অনুযায়ী তাকে সাময়িককভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি জীবিকা নির্বাহ  ভাতা পাবেন।'

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের পুনর্মিলনী অনুষ্ঠিত হয় গত ২৭ জানুয়ারি। অনুষ্ঠান উপলক্ষে মাদকদ্রব্য পরিবহনে ব্যবহার করা হয় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স চালক বলেন, গাড়িতে মাদক থাকায় আমি খুবই ভীত হয়ে যাই এবং দুর্ঘটানা ঘটে।
 

 

সৈকত ইসলাম/এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner