1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

মহানবীকে কটূক্তির প্রতিবাদে ইবি কর্মকর্তাদের মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ইবি প্রকাশিত: জুন ১৮, ২০২২, ১২:৪৪ পিএম মহানবীকে কটূক্তির প্রতিবাদে ইবি কর্মকর্তাদের মানববন্ধন

ঢাকাঃ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতি। শনিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে মানববন্ধন করে কর্মকর্তা সমিতির নেতাকর্মীরা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলমের সভাপতিত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুটসহ দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন শেষে প্রশাসন ভবনের সামনে থেকে র‌্যালি শুরু করে তারা। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। এসময় দোয়া-মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আ স ম শোয়াইব আহমেদ।

মানববন্ধনে কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.)। তিনি আমাদের প্রাণের স্পন্দন। তাকে নিয়ে কেউ কটূক্তি করবে, এটা আমরা সহ্য করতে পারিনা। সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মূখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম কর্মী নবীন কুমার জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং মা আয়েশা (রা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে।  আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা মহান আল্লাহ তায়ালার কাছে এই ফরিয়াদ জানায়, ‘ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে যারা পৃথিবীব্যাপী ফেৎনা-ফাসাদ সৃষ্টি করছে তাদেরকে হেদায়াত দাও, অথবা ধ্বংস করে দাও।’ এসময় তিনি ভারত সরকারকে ফেৎনা-ফাসাদ সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

মুতাছিম বিল্লাহ রিয়াদ/এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner