1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, এক সপ্তাহ বন্ধ শাবিপ্রবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১৭, ২০২২, ১২:৫৭ পিএম সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, এক সপ্তাহ বন্ধ শাবিপ্রবি

সিলেটঃ ভয়াবহ বন্যায় রাস্তাঘাট ও বসতবাড়ি ডুবে গেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসও প্লাবিত হওয়ায় আগামী ২৫ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক না হলে ছুটি আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

শুক্রবার (১৭ জুন) সকাল ১০টায় জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খাবার পানি, বিদ্যুৎ ও হলে সার্বিক সুবিধা ও নিরাপত্তার কথা চিন্তা করে শিক্ষার্থীদের হল ছাড়ার অনুরোধ করছি। এছাড়া শিক্ষার্থীদের নিরাপদ দূরত্বে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রী হলগুলোতেও প্রবেশ করেছে পানি। ডুবে গেছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের প্রধান সড়কগুলোও। টানা বর্ষণে আরও পানি বাড়ছে।শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ রাখা হয়েছে হলের বিদ্যুৎ সংযোগও।

উল্লেখ্য, টানা বৃষ্টি ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নিম্নাঞ্চলে দ্বিতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। বন্যায় জেলার অধিকাংশ স্কুল-কলেজ পানিতে ডুবে গেছে। ইতোমধ্যে সুরমা, পিয়াইন ও কুশিয়ারাসহ জেলার সব নদীর পানি বেড়েছে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner