1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ইবি ছাত্র ইউনিয়ন সংসদের সম্মেলন কাল

ইবি প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ১১:৩৭ এএম ইবি ছাত্র ইউনিয়ন সংসদের সম্মেলন কাল
ছবিঃ আগামীনিউজ

ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের ১৬তম সম্মেলন ও কাউন্সিল আগামীকাল ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সম্মেলন উপলক্ষ্যে ইতোমধ্যে নানা প্রস্তুতি শুরু করেছে সংগঠনটি। রবিবার (১৯ ডিসেম্বর) সংগঠন সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আগামীকাল সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে  জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলন শুরু হবে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সাবেক ছাত্র নেতা আকমল হোসেন, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সম্পাদক ও সাবেক  ছাত্র নেতা সরদার রুহীন হোসেন প্রিন্স, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ফয়েজ উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইবি সংসদের সভাপতি নূরুন্নবী সবুজ। দুপুর ১টা পর্যন্ত সম্মেলন চলবে। দুপুর ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।

এ বিষয়ে সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক রুমি নোমান বলেন, ‘সম্মেলন সফল করতে শেষ সময়ের প্রস্তুতি চলছে। আশা করি সুন্দরভাবে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। ভেঙ্গে ফেলো শেকলের বাঁধ, এসো একসাথে রুখি শিক্ষা-ধ্বংসের কালো হাত’ এই স্লোগানে এবারের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।’

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner