1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

৬৪১ দিন পর বেরিয়ে এলেন জাবি ভিসি

জাবি প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০৬:৪৮ পিএম ৬৪১ দিন পর বেরিয়ে এলেন জাবি ভিসি
ছবি: আগামী নিউজ

নিজ বাসভবন থেকে ৬৪১ দিন পর বের হয়ে সশরীরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
 
মহান বিজয় দিবসের অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।

উপাচার্য কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, সর্বশেষ ২০২০ সালের ১৫ই মার্চ সশরীরে অফিস করেন উপাচার্য। এরপর থেকে আজ অব্দি বাসায় বসেই সব ধরনের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন তিনি। এই হিসাবে ৬৪১ দিন দপ্তরে অনুপস্থিত ছিলেন তিনি। এমনকি চলতি বছরের ৯ অক্টোরর থেকে ২২ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কেন্দ্র পরিদর্শনেও যান নি উপাচার্য।

শপথ বাক্য পাঠ শেষে উপাচার্য বলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানের গুরুত্ব অনেক বেশি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ ও লাল সবুজ পতাকা দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর দেখানো পথে কাজ করছেন তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু যেভাবে কাজ করতে চেয়েছিলেন সেভাবেই দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতিতে অনেক মানুষের মৃত্যু হয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে যাতে এমন পরিস্থিতি আর না আসে। পাশাপাশি দেশের সবাইকে ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলে একসাথে বসাবস করতে হবে।'

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, 'এটা খুশির সংবাদ যে উপাচার্য সশরীরে প্রশাসনিক কাজে অংশগ্রহণ করেছেন। তিনি চাইলেই আরও আগে বের হয়ে আসতে পারতেন। কেননা অন্যান্য সবাই তো অনেক আগ থেকেই সশরীরে বিশ্ববিদ্যালয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।'

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner