1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রাবি গবেষণা সংসদের নতুন কমিটি

রাবি প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৪:০২ পিএম রাবি গবেষণা সংসদের নতুন কমিটি
ছবি: আগামী নিউজ

নাট্যকলা বিভাগের শাকিবুল হাসানকে সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান শাওনকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে আয়োজিত এক আলোচনাসভায় এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো: জুয়েল সরকার ,সুজ্জাদা সুহী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ফরহাদ হোসেন পলাশ, বায়েজিদ বুস্তানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোছা: লিপি খাতুন, কার্য পরিচালনা এবং মানব সম্পদ বিষয়ক সম্পাদক মুমতাহেনা মিম, প্রকল্প পরিচালনা সম্পাদক রায়হান, দপ্তর ও নথি বিষয়ক সম্পাদক সাগর সাহা, প্রচার ও যোগাযোগ সম্পাদক আজহারুল ইসলাম, সাইফ আহমেদ, কর্পোরেট ও জনসংযোগ সম্পাদক তাঞ্জিম হাসান প্রাঙ্গন, সুদীপ বিশ্বাস, তথ্যপ্রযুক্তি ও বিষয়বস্তু উন্নয়ন সম্পাদক রাসেল রানা, আকিব আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মারফি সরকার তিন্নী, অনুষ্ঠান ও কর্মশালা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম,আকিব হোসেন, মুদ্রণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: ইকবাল হোসেন, সায়ন সাহা, পাঠচক্র বিষয়ক সম্পাদক মামুনুজ্জামান স্নিগ্ধ, উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিষয়ক সম্পাদক সাদিয়া ইসলাম রিয়া, অপু মন্ডল অংকন,এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন নূর মুর্শিদা রাসূল, মো: সাইদুল ইসলাম, সুরাইয়া শারমিন নিতু, রাফিউজ্জামান রক্তিম, রায়হানুল ইসলাম এবং মাহমুদ আশিক। 

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি সংগঠন। রিসার্চ, রেনোভেশন এবং রেভ্যুলেশন এই তিনটি লক্ষ্যকে সামনে নিয়ে গবেষণার মাধ্যমে সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার চেতনা থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় ও অন্তর্জাতিক পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত করতে সংগঠনটি বদ্ধপরিকর।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner