1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

বাসে ছাত্রীকে ধর্ষণের হুমকি, প্রতিবাদে উত্তাল রাজধানী

মকিবুল মিয়া, সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৩:৪৭ পিএম বাসে ছাত্রীকে ধর্ষণের হুমকি, প্রতিবাদে উত্তাল রাজধানী
ছবি: আগামী নিউজ

হাফ ভাড়ার দাবিতে এবং ধর্ষণের হুমকির প্রতিবাদে উত্তাল রাজধানী ঢাকা। ঢাকার সাত কলেজ হাফ ভাড়া কার্যকরের দাবিতে করছে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং মানববন্ধন কিন্তু মিলছে না কোনো সুষ্ঠু সমাধান। 

রবিবার (২১ নভেম্বর) বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।হাফ ভাড়া না নেওয়ায় এবং বাসের চালক ও হেলপার প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীর।

বাসে ‘হাফ পাস’ চালু করার পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে বাসের চালক ও সহকারীদের ‘দুর্ব্যবহার’ বন্ধ করার দাবি জানান শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সড়ক অবরোধ এবং বিক্ষোপ করে  ঢাকা কলেজের শিক্ষার্থীরা হাফ ভাড়ার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় বাস মালিক সমিতির কিন্তু হয়নি তার কার্যকর।

এর আগে দুর্ব্যবহার এবং তিতুমীর কলেজের ৪ শিক্ষার্থীকে লাঠি দিয়ে মারধর করায়  প্রতিবাদ করে শিক্ষার্থীরা। বাসে অর্ধেক ভাড়ার দাবিতে রামপুরা বিটিভি ভবন এলাকায় রাইদা পরিবহনের অর্ধশতাধিক বাস আটক করে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী। পরে বাস মালিকের সঙ্গে পুলিশের আলোচনায় সমঝোতা হলে বাসগুলো ছেড়ে দেয় শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাসের দাবি ছিল দীর্ঘদিন ধরেই। কিন্তু পরিবহন শ্রমিকরা ‘হাফ পাস’ না দিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাজে ব্যবহার করেন। তাই শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে যেন হাফ পাস নিশ্চিত এবং শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ যেন না করা হয়।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner