গোপালগঞ্জ: বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে চলমান আন্দোলন প্রত্যহার করে নিয়েছে শিক্ষার্থীরা।
ভর্তি ফি কামানোসহ ৭ দফা দাবীতে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে আন্দো লনে নামে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।
সেমিস্টার ফি, হল ফি, পরিবহন ফি কমানো ও বিভাগ উন্নয়ন ফি বাতিলসহ ৭ দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন শুরু করেন তারা।
প্রশাসনিক ও একাডেমিক ভবনের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
শুক্রবার বিকেলে ভিসিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বেঠকে বসে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে শিক্ষাথীদের পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহার করে নেয়া হয়।
আগামীনিউজ/ হাসান