দিন শেষে বাসায় ফিরে আসুন
আমি ক্লান্ত মনে করি.
সংসারে কেমন জানি অভাব
ক্রমবর্ধমান চাহিদা.
বেতন বাড়ে এক আনা
দ্রব্যমূল্য বেড়েছে ষোল আনা।
এটা বাজার করার সময়
পকেটটা দাও।
বাড়ির বোঝা, বাজারের বোঝা
এটা আর বহন করা সহজ নয়।
আমার কাজ শেষ হলে,
ঋণের বোঝা বাড়ে।
কেউ গ্রাহ্য করে না,
লেভেল খুব বেশি হলে যায়।
সবাই যার যার জীবন নিয়ে
আপনার চাকার গতি বাড়ান।
বাজারে কোন তদারকি নেই
পছন্দ অনুযায়ী দাম যোগ করা হয়েছে।
কে দেখে আর কেউ না
কে এই দাম খুঁজছেন?
দিনের বেলা চোখের সামনে
কে কি বোঝে?
ডাকাত সব খেয়ে ফেলে ভাই
আর কেউ কি এগুলো খুঁজে পেয়েছে?
যার দায়ভার বর্তায়
তারা ব্যবসা করে।
তাদের সাথে ভারসাম্য
সিন্ডিকেটরা তোলপাড়।
ঠিক সেখানে কেউ নেই
দেশকে ভালোবাসে।
সুদ পেলে মহাপাপী
হাসছে আর হাসছে।
শেয়াল মুরগিকে পাহারা দেয়
মুরগির মাংস কমে গেছে।
ভর্তুকিযুক্ত মালিকানা
তিনি গান করেন।
কেউ বুঝিয়ে বলবেন কে ভাই
আমিও বুঝতে পারছি না।
ক্ষতি হলেও তার দায়
কেউ খুঁজে পায় না।