Dr. Neem on Daraz
Victory Day
ড. নিম হাকিমের কবিতা

কামনা


আগামী নিউজ | সাহিত্য ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০৩:৫৩ পিএম
কামনা

ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

এমন একজন মানুষ চাই

কথা ও কাজে যিনি এক

দেশ আর জাতির জন্য

যিনি স্বীকার করেন ত্যাগ।

 

এমন একজন স্ত্রী চাই

স্বামীর সুখে যার সুখ

আর স্বামীর দুঃখে দুঃখ

সারাক্ষণ থাকে যার হাসিভরা মুখ।

.

এমন একজন সন্তানের চাই

যে সত্যের প্রতীক

বাবা মার আদেশে যে

ভাবে সব ঠিক।

 

এমন একজন স্বজন চাই

সুখে দুঃখে যে থাকে কাছে

বিপদে-আপদে যাকে

পাওয়া যায় পাশে।

 

এমন একটা পরিবার চাই

যেখানে সবাই থাকে মিলেমিশে

স্বর্গীয় সুখ যেথা

নেই ভরা বিষে।

 

এমন একটা সমাজ চাই

যেখানে সম্প্রীতি আছে

ডাক দিলে ছুটে আসে

সবে এক সাথে।

 

এমন একটা দেশ চাই

যেখানে সবকিছুর নিরাপত্তা আছে

ভাই ভাই থাকে সবে 

সুখেদুঃখে মিশে।

 

এমন একটা পৃথিবী চাই

যেথা নেই যুদ্ধ-বিগ্রহ

ক্ষুধা নেই দারিদ্র্য নেই

পরস্পরের প্রতি আছে সানুগ্রহ।

 

এই আশা পুরিবে কি

তাও নাহি জানি

তবু প্রভুর কাছে

এই আরজি খানি।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে