শিশির
আমি, হ্যাঁ আমি সেই ক্ষুদ্র শিশির বিন্দু,খুব ছোট কণিকাতেই আমার সীমাবদ্ধতা তবু আমি বিশাল উদার কেন?
জানো, কারন আমার এই হাজারো ছোট বিন্দু বিন্দু শিশির কণা থেকেই সমুদ্রের সৃষ্টি।
আমার গভীরতা খুজেঁ পাওয়া তোর কর্ম্য নয় আমি যে অসীম,আমার সীমানা নেই আমি যে মুক্ত।
জানিস আমি তবু আমার বিশালতাকে তাচ্ছিল্য করি শুধু মাত্র তোর নিকটত্ব পাওয়ার আশায়,এই আমি শিশিরের ন্যায় ঘাস পাতাতে ছড়িয়ে থাকি......
ভাবি এই বুঝি আমার শিশির ভেজা ঘাসে আলতো পায়ে তুই হেটেঁ যাবি,কাতর হয়ে অপেক্ষায় থাকি এই বুঝি তোর স্নিগ্ধ কোমল পবিত্র স্পর্শ আমাকে ছোয়ে যাবে।
আগামীনিউজ/জেএস