Dr. Neem on Daraz
Victory Day

বইমেলায় ‘নিখোঁজ সংবাদ’


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২০, ০২:২৪ পিএম
বইমেলায় ‘নিখোঁজ সংবাদ’

ঢাকা : অমর একুশে গ্রন্থমেলায় নাগরী প্রকাশনী থেকে এসেছে নিলয় সুন্দরমের প্রথম গল্পের বেই ‘নিখোঁজ সংবাদ’। প্রচ্ছদ এঁকেছেন আল নোমান। মোট সাতটি গল্প সংকলিত হয়েছে বইটিতে।

বই প্রকাশের অনুভূতি জানিয়ে নিলয় সুন্দরম বলেন, ‘নিখোঁজ সংবাদ’ আমার প্রকাশিত প্রথম বই হলেও লেখালেখির চর্চা বহুদিনের। এই সাতটি গল্পে আমি মূলত সাতটি বিষয়কে ধরতে চেয়েছি। অধিকাংশ গল্পে বর্তমান সমাজের নানান অবক্ষয় আমাকে যেভাবে ভাবায় সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি।’

‘কয়েকটি গল্পে এসেছে যাদুবাস্তবতা ও পরাবাস্তবতার বিষয়ও। আশাকরি পাঠক, গল্পগুলো পড়ে এসব বিষয় নিয়ে নতুন করে ভাবনার খোরাক পাবেন এবং অগোচরে আমাদের মধ্য থেকে নিখোঁজ হতে বসা বোধগুলোকে খুঁজতে বসবেন।’

আগামীনিউজ/সবুজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে