Dr. Neem on Daraz
Victory Day
ড. নিম হাকিমের কবিতা

মানবাধিকার


আগামী নিউজ | সাহিত্য ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০৩:২০ পিএম
মানবাধিকার

ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

মানিবাধিকার

যেখানে নেই কোন

মানুষের স্বাধিকার।

 

ধর্ম আমার বিশ্বাস

তুমি করছো ধূলিসাৎ

তাই বন্ধ হয় নিঃশ্বাস।

 

কে বলবে আমার পক্ষে কথা

তুমিতো বিশ্বের নেতা

বললে চলে যাবে মাথা।

 

যদি আমি না হই উলঙ্গ

হবে তোমার কলঙ্গ

       তোমার ক্ষমতা হবে ভঙ্গ। 

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে