Dr. Neem on Daraz
Victory Day
ড. নিম হাকিমের কবিতা

বড় ঘৃণা হয়


আগামী নিউজ | সাহিত্য ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১, ০৫:৫৭ পিএম
বড় ঘৃণা হয়

ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

মানুষ হয়ে মানুষের কাছ থেকে ঘুষ নেয়
দুর্নীতি আর স্বজনপ্রীতি করে
এসব দেখে বড় ঘৃণা হয়।

ইর্ষাকাতর হয়ে মানুষ হত্যা করে
সহজে পার পেয়ে যায় 
তখন বড় ঘৃণা হয়।

মানুষের দুঃখ-দুর্দশায়
মানুষ এগিয়ে আসে না
লোভ-লালসায় মানবতা ভুলে যায়
তখন বড় ঘৃণা হয়।

মিথ্যা বলে প্রতরণা করে
কৃত্রিম সংকটে 
মানুষকে কষ্ট দেয়
তখন বড় কষ্ট হয়।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে