আসলে আমার জন্য কারো কিছু করার নেই
যতক্ষণ ইন্দ্রিয়গুলো আছে সক্রিয়
নিজের উপর অধিকার আছে ততক্ষণ।
আমার বিদায়ের সময় কারো কিছু করার নেই
এটা যেমন সত্য তেমনি সত্য জীবন
তাই ঘটনা ঘটছে নিত্য নতুন।
কোন কিছুই আমার ইচ্ছার অনুকূলে নয়
বেঁচে থাকার বড় সাধ
সে সাধও পূরণ হবার নয়।
আসলে বেঁচে থাকার সার্থকতা কোথায়?
অনেক দিনই তো এমন কর্মহীন কেটে যায়
হঠাৎ দেখি জীবন নেই নানা ব্যস্ততায়।
হাতে সময় কতটুকু আছে তা যেমন জানিনে
পরবর্তী অধ্যায় সম্পর্কেও তেমনি নেই কোন ধারণা
নিজের ক্ষমতা যে কিছুই নেই সেটাও ছিল অজানা।
আগামীনিউজ/নাসির