ঢাকাঃ করোনাভাইরাসের কারণে দৈনন্দিন ব্যবহারের প্রায় সব কিছুই স্যানিটাইজ করতে হচ্ছে। কিন্তু মেকআপের জিনিসপত্র স্যানিটাইজ করছেন তো?
করোনাভাইরাস থাকতে পারে মেকআপের জিনিসপত্রেও। বিশেষ করে মেকআপের জিনিসপত্র যদি একাধিক ব্যক্তি ব্যবহার করে থাকেন তাহলে তা স্যানিটাইজ করে ব্যবহার করা খুবই জরুরী। জেনে নিন মেকআপের জিনিসপত্র কীভাবে স্যানিটাইজ করতে হয় সেই প্রসঙ্গে।
স্পঞ্জ ও ব্রাশ: মেকআপ স্পঞ্জ ও ব্রাশে শুধু স্যানিটাইজার স্প্রে করে দিলেই সেটা ব্যবহার করা নিরাপদ, এমনটা মনে করার কোন কারণ নেই। সবচেয়ে ভালো পদ্ধতি হলো ব্যবহারের আগে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নেয়া। এতে ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুটোই চলে যায়।
মাসকারা: মাসকারা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। একজনের মাসকারা আরেকজন ব্যবহার না করাই ভালো। কারণ ব্রাশ পরিষ্কার করে নিলেও মাসকারার বোতলের ভেতরে ভাইরাস থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। স্যানিটাইজার দিয়ে মাসকারা ব্রাশ কখনই পরিষ্কার করা উচিত না। কারণ সেটা পরবর্তীতে চোখে গিয়ে ইনফেকশন এবং জ্বালাপোড়া হওয়ার সম্ভাবনা থাকে।
লিপস্টিক: লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে ৭০% অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার স্প্রে করে জীবাণুমুক্ত করে নেয়া যায়। কিন্তু যদি লিকুইড লিপস্টিক বা লিপগ্লস হয়, সেক্ষেত্রে একজনের প্রোডাক্ট আরেকজন ব্যবহার না করাই নিরাপদ।
পাউডার: ফেস পাউডার অথবা ব্লাশঅন স্যানিটাইজ করতে চাইলে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার খুব কাছ থেকে স্প্রে করা যাবে না। একটু দূর থেকে স্প্রে করতে হবে। স্যানিটাইজার শুকিয়ে যাওয়ার পর ব্যবহার করতে হবে।
কাজল: কাজল ব্যবহারের ক্ষেত্রে অ্যালকোহল ওয়াইপ দিয়ে মুছে শার্পনার দিয়ে শার্প করে নিলে অনেকটাই নিরাপদ থাকা যাবে। -টাইমস অব ইন্ডিয়া
আগামীনিউজ/প্রভাত