পানির অপর নাম জীবন। পানি ছাড়া জীবের অস্তিত্ব কল্পনা করা যায় না। জীবন ধারণ থেকে শুরু করে দৈনন্দিন সকল কাজে পানির কোন বিকল্প নেই। পানি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কিন্তু অতিরিক্ত পানি আবার ক্ষতির কারন।
আবার দূষিত পানি জীবনহানির কারণ। যে পানি জীবন-মরণের সঙ্গে এমন করে ওতপ্রোতভাবে জড়িত সে ব্যাপারে সবার সচেতন হওয়া একান্তই জরুরি। তেমনি একটি জরুরি বিষয়ের অবতারণা করেছেন একদল ব্রিটিশ বিজ্ঞানী। তাদের সমীক্ষা রিপোর্ট এতদিনের পুরনো ধারণা ভেঙে দিয়েছে।
তাদের মতে, স্বাস্থ্য উন্নয়নের জন্য মাত্রাতিরিক্ত পানি পানে সুফল রয়েছে খুব কমই। একই সঙ্গে তারা মাত্রাতিরিক্ত পানি পানে নিরুত্সাহিতও করেছেন।
আগামীনিউজ/জেএস