Dr. Neem on Daraz
Victory Day

নিরাপত্তার জন্য মাস্ক নিজেই তৈরি করুন


আগামী নিউজ | লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: মার্চ ১০, ২০২০, ০৫:০০ পিএম
নিরাপত্তার জন্য মাস্ক নিজেই তৈরি করুন

দেশে করোনাভাইরাসের ভয়াবহতা সেভাবে দেখা না দিলেও, আমরা বেশ আতঙ্কিত হয়ে পড়েছি। যার প্রভাব পড়তে শুরু করেছে বেশ কয়েকটি প্রয়োজনীয় পণ্যে। এরমধ্যে অন্যতম হচ্ছে মাস্ক। 

অবস্থা এমন হয়েছে যে পাঁচ টাকা মাস্ক ৫০ টাকায়ও মিলছে না। এই অবস্থায় বাজারে মাস্কের জন্য না ঘুরে চাইলে নিজেই তৈরি করে নিতে পারেন মাস্ক। মনে রাখবেন মাস্ক শুধু করোনা ঠেকাতেই ব্যবহার করতে হবে এমন নয়। বাইরের দূষণ, ধুলাবালি আর নানা রোগের জীবাণু থেকে বাঁচতেও ছোট-বড় সবার প্রতিদিনই মাস্ক ব্যবহার করা উচিত।   

সুতি কাপড় কিনে ঘরেই খুব সহজে মাস্ক তৈরি করে নিতে পারেন। জেনে নিন কীভাবে তৈরি করবেন: 

•    চার ইঞ্চি করে দুই টুকরো কাপড় নিন 
•    একটির সঙ্গে আরেকটি সেলাই করুন 
•    সেলাই দেয়ার সময় ওপরের ছবিরমতো আধা ইঞ্চি পর পর ভাঁজ করে নিন 
•    এবার দুই পাশে রাবার লাগিয়ে নিন কান পর্যন্ত 
•    তৈরি হয়ে গেল আপনার মাস্ক। 

বাড়ির সবার জন্য একবারের বেশি করে তৈরি করে রাখুন, এগুলো ব্যবহার করলে সব সময়ই জীবাণু থেকে নিরাপদে থাকতে পারবেন। 

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে