Dr. Neem on Daraz
Victory Day

হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি কমায় কলার মোচা


আগামী নিউজ | লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০, ১০:১৬ এএম
হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি কমায় কলার মোচা

ফল হিসেবে কলার উপকারিতা আমাদের সবারই কমবেশি জানা। কলার মোচাও কিন্তু নানা পুষ্টিগুণে সমৃদ্ধ। পুষ্টি-বিষয়ক একটি ওয়েবসাইট এক প্রতিবেদনে জানিয়েছে, কলার ফুল বা মোচার উপকারিতা বিষয়ে। আগামীনিউজের পাঠকদের জন্য সে সম্পর্কে তুলে ধরা হলো।

* কলাতে বিদ্যমান সব পুষ্টি উপাদানের পাশাপাশি মোচাতে বাড়তি পাবেন মেন্থলের নির্যাস। যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও ভিটামিন বি সিক্স, সি ও আঁশসমৃদ্ধ কলার মোচায় আরো মিলবে ভিটামিন ই, প্রোটিন এবং অন্যান্য উপকারী পুষ্টি উপাদান।

* রজকালীন ব্যথা কমাতে সাহায্য করে কলার ফুল। সেই সঙ্গে প্রোজেস্টেরন উৎপাদন বাড়িয়ে রক্তস্বল্পতাও কমায়। কলার মোচা পেটের কয়েকটি সমস্যা নিয়ন্ত্রণে রাখে যেমন- কোষ্ঠকাঠিন্য, পেট ফোলাভাব এবং পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম (পিসিওএস)।

* মোচায় থাকা ম্যাগনেশিয়াম উদ্বেগ ও হতাশা কমাতে সাহায্য করে। ফলে মন মেজাজ থাকে ফুরফুরে।

* এতে আরো রয়েছে, ফেনলিক অ্যাসিড এবং অন্যান্য ‘বায়োঅ্যাক্টিভ’ উপাদানগুলো রক্তের শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে।

* কলার ফুল বা মোচায় আরো মিলবে প্রাকৃতিক ‘গ্যালাক্টাগাগ’। এ উপাদানটি সদ্যপ্রসূতি মায়ের বুকের দুধ বাড়াতেও সাহায্য করে।

* এতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট অকালে বৃদ্ধ হওয়া ও বয়সের ছাপ পড়ার গতি কমিয়ে দেয়। এছাড়া ত্বকের গঠন উন্নত করে বলিরেখা কমায়।

* কলার মোচায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উন্মুক্ত ‘রেডিকলে’র বিরুদ্ধে কাজ করে। জারণ ক্ষয় প্রতিহত করে এবং হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি কমায়।

আগামীনিউজ/ হাসি/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে