শীতে ত্বক শুষ্ক হওয়ায় মাথায় খুশকি দেখা দেয়। খুশকিমুক্ত থাকতে দরকার বাড়তি যত্নের। জেনে নিই কীভাবে শীতের প্রকোপ থেকে মাথার ত্বককে রক্ষা করতে পারি :
মেথি : চুলের ও মাথার ত্বকের যত্নে মেথির বিকল্প কমই আছে। মেথি পেস্ট করে একটু পানিতে গুলিয়ে নিয়ে সেটি চুলে মেখে কমপক্ষে ১ ঘণ্টা রাখুন। এরপর চুল শ্যাম্পু ছাড়া ধুয়ে নেবেন। সপ্তাহে দুবার মেথি লাগালে খুশকি কমে যায়।
লেবুর রস : নারকেল তেল বা অলিভ ওয়েলে লেবুর রস দিয়ে ভালো করে মাথার ত্বকে ম্যাসাজ করুন। তিন/চার ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।
পেঁয়াজের রস : দুটো পেঁয়াজ ভালো করে বেটে এক মগ পানিতে মিশিয়ে নিন। মাথায় এই পেঁয়াজের রস ভালো করে লাগিয়ে নিন। কিছু পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। পেঁয়াজের গন্ধ দূর করতে লেবুর রস দিতে পারেন গরম পানিতে।
সপ্তাহে ঘুরেফিরে ঘরে থাকা উপাদান দিয়ে চুলের যত্ন করলে খুশকি থাকবে না নিশ্চিত।
আগামীনিউজ/ হাসি/এনএনআর