এই গরমে চুলায় রান্না করাটাও বেশ কষ্টের। যেকোনো সময়ে নাস্তায়, অতিথি আপ্যায়নে কোনো ধরনের ঝামেলা ছাড়াই তেরি করুন বানানা পুডিং। চলুন তবে জেনে নিন বানানা পুডিং তৈরির পদ্ধতি…
উপকরণ :
দই-১ কাপ
ভ্যানিলা এসেন্স-১ চা চামচ
হুইপড ক্রিম- আধা কাপ
কলা-৪ টি
মিল্ক বিস্কুট -২০ পিস।
যেভাবে বানাবেন :
দই ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। পরিবেশন পাত্রে প্রথমে বিস্কুট এরপর দই আর সব শেষে কলার স্লাইস সাজিয়ে নিন। ওপরে হুইপড ক্রিম দিয়ে সাজিয়ে তিন ঘণ্টা ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। এবার পরিবেশন করুন স্বাস্থ্যকর বানানা পুডিং।
আগামীনিউজ/নুসরাত