ঢাকা : কয়েক দিন ধরে করোনা-ভয়ের আবহে ওষুধের দোকানগুলোতে হ্যান্ড স্যানিটাইজার ও লিকুইড হ্যান্ডওয়াশ কেনার চাহিদা বেড়েছে কয়েক গুণ। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে জোগান কমছে সব দোকানেই। যাও বা মিলছে, দাম চড়া।
করোনা ঠেকাতে চড়া দামে হ্যান্ডওয়াশ না কিনে, বরং সস্তায় ঘরেই বানিয়ে নিতে পারেন ওই হ্যান্ডওয়াশ।
হ্যান্ডওয়াশ বানাতে যা লাগবে:
হার্ডওয়্যারের দোকানে আইসোপ্রোপাইল অ্যালকোহলের মিশ্রণ কিনতে পাওয়া যায়। চেষ্টা করুন ৯১ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহল বা রাবিং অ্যালকোহল রয়েছে এমন মিশ্রণ কেনার। একইসঙ্গে কিনবেন গ্লিসারিন বা অ্যালোভেরা জেল। সুগন্ধির জন্য কিনতে হবে এসেনশিয়াল অয়েল।
বানানোর পদ্ধতি:
প্রথমে ২/৩ কাপ আইসোপ্রোপাইল অ্যালকোহলের সঙ্গে ১/৩ কাপ গ্লিসারিন বা অ্যালোভেরা জেল মেশান। একইসঙ্গে পছন্দ অনুসারে একটি এসেনশিয়াল অয়েল মেশান দুই টেবিল চামচ।
ওই উপাদানগুলো ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে নিলেই হয়ে যাবে হ্যান্ডওয়াশ। পরে ওই মিশ্রণ একটি শেষ হয়ে যাওয়া শ্যাম্পুর স্প্রে বোতলে ভরে রাখুন। হাত-পা পরিষ্কারের সময় এই মিশ্রণ ব্যবহার করুন। ফুরিয়ে গেলে একই নিয়মে চট করে বানিয়ে নিন সুগন্ধি হ্যান্ডওয়াশ।
আগামীনিউজ/হাসি