Dr. Neem on Daraz
Victory Day

ব্যতিক্রমী ৪ কাজে দইয়ের ব্যবহার


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৮:৩৯ পিএম
ব্যতিক্রমী ৪ কাজে দইয়ের ব্যবহার

দই খেতে কার না ভালো লাগে। এটি স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। দই যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনি রূপচর্চায়ও এর জুড়ি মেলা ভার। আবার দই ব্যবহার করতে পারেন মেটাল পরিষ্কার করতেও। জেনে নিন দইয়ের ব্যতিক্রমী কিছু ব্যবহার সম্পর্কে।

১. ১/৪ চামচ মধু, ১/৪ চামচ মুলতানি মাটি এবং ১ চা চামচ টক দই একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া ত্বকের বলিরেখা দূর করবে।

২. কেবল ত্বকের যত্নে নয়, চুলের যত্নেও দই অনন্য। এতে থাকা ভিটামিন বি৫ এবং ডি চুলের গোড়ায় পুষ্টি যোগায়। সুন্দর চুলের জন্য টক দই ম্যাসাজ করুন মাথার ত্বকে। ৩ মিনিট পর ধুয়ে ফেলুন।

৩. শুধুই কি রূপচর্চা? গৃহস্থালি কাজেও রয়েছে দইয়ের ব্যবহার। ব্রাস মেটালের তৈজস বা শো পিসে মরিচা ধরলে টক দই দিয়ে ঘষুন। অপেক্ষা করুন শুকানোর জন্য। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে নরম কাপড় দিয়ে মুছে নিন। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড দূর করবে মরিচা।

৪. পোষা প্রাণীর লোম ফুরফুরে ও নরম করতে ব্যবহার করতে পারেন দই। গোসল করানোর সময় দই লাগিয়ে রাখুন কুকুরের গায়ে। ৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

আগামীনিউজ/নুসরাত  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে