Dr. Neem on Daraz
Victory Day

ঘরেই মুখরোচক চিকেন ফ্রাই তৈরি করুন


আগামী নিউজ | লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২০, ০৯:২৩ এএম
ঘরেই মুখরোচক চিকেন ফ্রাই তৈরি করুন

বেশিরভাগ সময় আমরা বাইরে থেকে চিকেন ফ্রাই কিনে খেয়ে থাকি। বাইরের থেকে কিনে আনা যে কোনো খাবার স্বাস্থ্যকর নয়। তাই যতটা সম্ভব চেষ্টা করুন ঘরেই তৈরি করার। আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন মুখরোচক চিকেন ফ্রাই।


আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন মুখরোচক চিকেন ফ্রাই।

উপকরণ

মুরগির মাংস ১ কেজি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, সয়াসস ২ টেবিল চামচ। ওয়েস্টার সস ১ টেবিল চামচ, গোল মরিচের গুঁড়া আধা চা চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, লবণ স্বাদমতো, সামান্য মরিচ গুঁড়া, বিস্কিটের গুঁড়া ১ কাপ, ডিম ২টা ফেটানো, ভাজার জন্য তেল।

প্রণালি

প্রথমে বিস্কিটের গুঁড়া ও তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মুরগিতে মেখে ১ ঘণ্টা রেখে দিন। তারপর একটি করে মুরগির মাংসের টুকরা বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে গরম তেলে মচমচে করে ভেজে নাস্তা হিসেবে পরিবেশন করুন।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে