Dr. Neem on Daraz
Victory Day

বিএনপির ১১১ নেতাকর্মী কারাগারে, রিমান্ডে ২৮


আগামী নিউজ | আদালত প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩, ০৬:১৫ পিএম
বিএনপির ১১১ নেতাকর্মী কারাগারে, রিমান্ডে ২৮

ফাইল ছবি

ঢাকাঃ বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, বাসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় ১১ মামলায় গ্রেপ্তার বিএনপির ১৩৯ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে বিএনপির ১১১ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে ২৮ আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩০ জুলাই) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।।

আদালত সূত্রে জানা যায়, রাজধানীর সূত্রাপুর থানার মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ পাঁচজনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত সালামকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর চার আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া উত্তরা পশ্চিম থানার তিন মামলায় ৩৩ জন, দারুসসালাম থানার এক মামলায় ৫২ জন, কদমতলী থানার এক মামলায় ২ জন, শ্যামপুর থানার এক মামলায় ২ জন ও বংশাল থানার এক মামলায় ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। 

এদিকে যাত্রাবাড়ী থানার দুই মামলায় ১৬ জনের একদিনের রিমান্ড ও দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া উত্তরা পূর্ব থানায় দুই মামলায় ২২ জনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত আটজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে ১৪ আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে