Dr. Neem on Daraz
Victory Day

ওয়াসা এমডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০, ০২:২৯ পিএম
ওয়াসা এমডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

ঢাকা : বুড়িঙ্গায় ওয়াসার স্যুয়ারেজ লাইন বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়ায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও মোহাম্মদ উল্লাহর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। পরিবেশ অধিদফতরের পক্ষে আইনজীবী ছিলেন আমাতুল করিম।

এর আগে বুড়িগঙ্গার পানি দূষণরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে ২০১০ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ওই রিট করা হয়েছিল। সে রিটের শুনানি শেষে তিন দফা নির্দেশনা দিয়ে ২০১১ সালের ১ জুন রায় দিয়েছিলেন হাইকোর্ট।

চলতি বছরের শুরুতে ওই রায় বিষয়ে হাইকোর্টে আরেকটি সম্পূরক আবেদন করা হয়। তবে বুড়িগঙ্গায় ওয়াসার স্যুয়ারেজ লাইন নিয়ে কয়েকবার আদালতকে বিভ্রান্তকর তথ্য দেন ওয়াসার এমডি। যার ধারাবাহিকতায় তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করলেন হাইকোর্ট।

আগামীনিউজ/আপি/এস/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে