Dr. Neem on Daraz
Victory Day

সিটি নির্বাচন স্থগিত চাওয়া রিটের শুনানি ২৬ জানুয়ারি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০, ০১:৩৭ পিএম
সিটি নির্বাচন স্থগিত চাওয়া রিটের শুনানি ২৬ জানুয়ারি

ঢাকা : নির্বাচনী বিধিমালার যথাযথ বাস্তবায়ন না হওয়ায় ঢাকার উভয় সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত চাওয়া রিটের শুনানির জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

এর আগে গত ২২ জানুয়ারি নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ না করা, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বৈষম্যমূলকভাবে ৩০০ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করার বিধান, দুই সিটি মেয়রের মেয়াদ পূর্ণ না হওয়ায় নির্বাচন স্থগিত চেয়ে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।

রিটে সিটি করপোরেশন নির্বাচন, ২০১০ অনুসারে সিটি নির্বাচন পেছানোর জন্য নতুন তফসিল না দিয়ে তফসিল সংশোধন করারও বৈধতা চ্যালেঞ্জ করা হয়। আর রিটে আইন মন্ত্রণালয়ের সচিবসহ ছয়জনকে বিবাদী করা হয়।

আগামীনিউজ/আপি/এস/এনএনআর

   
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে