ঢাকাঃ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের দিন আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশি হামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।
রোববার (১৯ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিএনপির প্যানেলের প্রার্থীরা এ রিট দায়ের করেন।
স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, পুলিশের আইজি, ঢাকার পুলিশ কমিশনার, ডিবি প্রধান ও শাহবাগ থানার ওসিকে রিটে বিবাদী করা হয়েছে।
রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন
সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট বারের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের প্যানেল।
নির্বাচনের দিন (১৫ মার্চ) আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলা করে পুলিশ। এতে অনেকেই আহত হন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আখতার।
বুইউ