রাজধানীর উত্তর বাড্ডায় তাছলিমা বেগম রেনুকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা করার অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন পেছাল।পরবর্তী তারিখ আগামী ২০ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।
বুধবার (২২ জানুয়ারি) মামলাটি তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এ দিন ধার্য করেন।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত বছর ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানের ভর্তির ব্যাপারে খোঁজ নিতে গিয়েছিলেন তাসলিমা বেগম রেনু। ছেলেধরা সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা করেন নিহতের ভাগিনা সৈয়দ নাসির উদ্দিন টিটু।
আগামীনিউজ/নিআ/হাসি/এনএনআর