Dr. Neem on Daraz
Victory Day

ঢাকার সিটি নির্বাচন পেছানোর রিটের ওপর আদেশ দুপুরে


আগামী নিউজ | আগামী নিউজ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০, ০৯:৩২ এএম
ঢাকার সিটি নির্বাচন পেছানোর রিটের ওপর আদেশ দুপুরে

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের দিন পরিবর্তনের নির্দেশনা চাওয়া রিটের ওপর দুপুরে আদেশ দিবেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে রিটকারী আইনজীবী আদালতে সময় প্রার্থনা করলে আদালত আজ দুপুর পর্যন্ত আদেশের জন্য সময় মঞ্জুর করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ।

সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর জন্য রিট করেন আইনজীবী অশোক কুমার ঘোষ। গত ৫ জানুয়ারি দায়ের করা ওই রিটে বলা হয়েছে, আগামী ২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন করা হবে। কিন্তু ঢাকায় সিটি নির্বাচন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এজন্য সিটি নির্বাচনের পেছানোর প্রয়োজন রয়েছে।

আগামী নিউজ/ আপি/ হাসি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে