Dr. Neem on Daraz
Victory Day

সচিবালয় এলাকায় শব্দদূষণ : ১০ জনকে জরিমানা   


আগামী নিউজ প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২০, ০৬:০৯ পিএম
সচিবালয় এলাকায়  শব্দদূষণ : ১০ জনকে জরিমানা   

ফাইল ছবি

ঢাকাঃ সচিবালয় এলাকার রাস্তায় হর্ন বাজানোয়  ২টি সরকারি জিপ, ৩টি  গাড়ী ও ৫ টি মোটরসাইকেলের ড্রাইভারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আাদলত । ১০ জনকে মোট দুই হাজার সাতশত টাকা জরিমানা করা হয়। 

সোমবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী তামজিদ হোসেন  এবং সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আদেশ অমান্যকারীর বিরুদ্ধে  ভবিষ্যতে আইনের কঠোর প্রয়োগ করা হবে ।

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব এলাকা হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা করেন । এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা,২০০৬ এর ধারা ৮(২) এ প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোন প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যাস্ত হলে অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ডে বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হতে পারেন।


আগামী নিউজ/আরআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে