Dr. Neem on Daraz
Victory Day

ক্যাসিনোকাণ্ড: সালাউদ্দিনের ৩ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ০২:৫৭ পিএম
ক্যাসিনোকাণ্ড: সালাউদ্দিনের ৩ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিদেশে পলাতক মমিনুল হক সাঈদ কমিশনারের সহযোগী মো. সালাউদ্দিনকে জামিন দেননি হাইকোর্ট। তাকে আগামী তিন সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৫ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী জহিরুল আমিন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও সাইফুর রহমান সিদ্দিকী সাইফ। 

মামলার এজাহার থেকে জানা যায়, সাঈদ কমিশনারের সহযোগী হিসেবে সালাউদ্দিন চাঁদা উত্তোলন ও ক্যাসিনোর অপরাধলব্ধ অর্থ এনসিসি ব্যাংকের হিসাব বৈশাখী এন্টারপ্রাইজের জমা করতো। সালাউদ্দিন ক্যাসিনোর অপরাধ লব্ধ প্রায় ১০ কোটি ১৫ লাখ ২৫ হাজার টাকা জমা প্রদান করে।

সিআইডির উপ-পরিদর্শক মো. সোহানুর রহমান বাদী হয়ে গত ৩০ মে মতিঝিল থানার মামলা দায়ের করেন। ওই মামলায় কমিশনার মমিনুল হক সাঈদ, সালাউদ্দিনসহ মোট আসামি চার জন। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। এ মামলায় গত সপ্তাহে হাইকোর্টে জামিন আবেদন করা হয়।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে