Dr. Neem on Daraz
Victory Day

ইভ্যালির রাসেল-শামীমাসহ ১০ জনের বিরুদ্ধে এক আইনজীবীর মামলা


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ১২:১৭ পিএম
ইভ্যালির রাসেল-শামীমাসহ ১০ জনের বিরুদ্ধে এক আইনজীবীর মামলা

ইভ্যালি সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন। ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক আইনজীবী।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে মামলাটি ২৭ সেপ্টেম্বর দায়ের করেন আলমগীর হোসেন রিগ্যান নামে এক আইনজীবী। ওইদিন আদালত জবানবন্দি গ্রহণ করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) মামলার বাদী আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ইভ্যালির রাসেল-শামীমা ছাড়াও মামলার অন্যান্য আসামিরা হলেন- ইভ্যালির ভাইস প্রেসিডেন্ট আহমেদ জাহিদ, মেহেদী হাসান, কো-ফাউন্ডার আতিউর রহমান, অ্যাক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল্লাহ খান, এহসান চৌধুরী, ডিরেক্টর ফিরোজ হোসেন, হেড অব কমার্শিয়াল সাজ্জাদ আলম ও চিফ অপারেটিং অফিসার তরিকুল কামরুল।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল রাত ১০টায় ইভ্যালির ‘সাইক্লোন’ পেয়ে মামলার বাদী আলমগীর হোসেন রিগ্যান ১ লাখ ২৭ হাজার টাকার বাজারমূল্যের একটি মোটরবাইক অর্ডার করেন। অফারে মোটরবাইকটির ছাড়কৃত মূল্য ছিল ৭০ হাজার ৯৯ টাকা। এরপর ৩ মে রাতে তিনি অর্ডারকৃত পণ্যের জন্য ‘নগদ’ অ্যাপ ব্যবহার করে পরিশোধ করেন। ইভ্যালির পলিসি অনুসারে ৭ দিন থেকে ৪৫ দিনের মধ্যে বাইকটি বা বাইকের টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও আসামিরা ১৪৯ দিনেও কোনো পদক্ষেপ নেয়নি। 

সম্প্রতি মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন শেষে তাদের গুলশান থানায় হস্তান্তর করা হয়। আরিফ বাকের নামের একজন গ্রাহক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাসেল-শামীমার বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে