Dr. Neem on Daraz
Victory Day

মাদরাসায় গ্রন্থাগারিক নিয়োগ নিয়ে হাইকোর্টে রুল


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৮:১৩ পিএম
মাদরাসায় গ্রন্থাগারিক নিয়োগ নিয়ে হাইকোর্টে রুল

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ দেশের দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও গ্রন্থাগারিক পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (১৯ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তাকে সহযোগিতা করেন আইনজীবী মো. আরিফুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী।

রুলে ওই পদে আবেদনকারীদের নিয়োগ কার্যক্রম শুরু করার নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়ে সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করেছেন আদালত। এছাড়া আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ১০ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে