ঢাকা : দুর্নীতির মামলায় সাময়িক বরখাস্ত হওয়া সিলেটের কারা উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
আজ সোমবার (৩১ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ দুদকের দেয়া এই চার্জশিট গ্রহণ করেন। আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এ তথ্য জানিয়েছেন।
তাপস কুমার পাল বলেন, ‘বিচারক অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি ঢাকার বিশেষ জজ-১০ আদালতে বদলির আদেশ দেন।’
এর আগে গত ২৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন অভিযোগপত্র দাখিল করেন।
এজাহার থেকে জানা যায়, গত বছরের ২৮ জুলাই ধানমণ্ডির ভূতের গলিতে পার্থ গোপাল বণিকের বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করে দুদক। এর আগে ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে কমিশনের পরিচালক মুহাম্মদ ইউছুফের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করা হয় পার্থ গোপাল বণিককে।
ওই দিন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছিলেন, ঘুষ ও দুর্নীতির কয়েক লাখ নগদ টাকা তাঁর বাসায় রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে পার্থ গোপাল বণিকের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ৮০ লাখ টাকা জব্দ করা হয় এবং তাঁকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। পরে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান দলের নেতা মো. সালাউদ্দিন বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন।
গত বছরের ৩০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ রাষ্ট্রপতির আদেশক্রমে পার্থ গোপাল বণিককে গ্রেপ্তারের দিন থেকে সাময়িক বরখাস্ত করে।
আগামীনিউজ/এসপি