ঢাকা : নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।
আজ সোমবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের জেষ্ঠ্য বিচারক কে এম ইমরুল কায়েসের আদালতে প্রথম দিনে সাক্ষ্য দিবেন মামলার বাদী।
এ সময় মামলায় জব্দ করা আলামতও আদালতে জমা দেয়া হবে। সাক্ষ্যগ্রহণের জন্য কারাগার থেকে পাপিয়া ও তার স্বামীকে আদালতে নেয়া হয়েছে।
এর আগে ৩০শে আগস্ট পাপিয়া দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। গত ৩০ জুন অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় র্যাব।
প্রসঙ্গত, চলতি বছরের ২২শে ফেব্রুয়ারি শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে র্যাব তাদের গ্রেপ্তার করে।
এ সময় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বুকিং দেয়া বিলাসবহুল প্রেসিডেনশিয়াল স্যুট রুম এবং ইন্দিরা রোডের ফ্ল্যাট থেকে একটি বিদেশি পিস্তল, দু'টি ম্যাগাজিন, পিস্তলের ২০টি গুলি, ৫ বোতল দামি বিদেশি মদ ও ৫৮ লাখ ৪১ হাজার টাকা, ৫টি পাসপোর্ট, ৩টি চেক, কিছু বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা ও এটিএম কার্ড উদ্ধার করে র্যাব।
আগামীনিউজ/এসপি