Dr. Neem on Daraz
Victory Day
সিনহা হত্যা 

এপিবিএন আবদুল্লার স্বীকারোক্তিমূলক জবানবন্দি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৬, ২০২০, ০৯:৫৭ পিএম
এপিবিএন আবদুল্লার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ছবি : সংগৃহীত

ঢাকা : টেকনাফের মেরিন ড্রাইভে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এপিবিএন সদস্য আবদুল্লাহ। 

আজ বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে কক্সবাজার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এর আগে, সিনহা হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে এপিবিএন'র তিন সদস্য এএসআই শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহকে ৭ দিনের রিমান্ডে নেয় র‌্যাব। গেল ২২ আগস্ট তাদের রিমান্ড শুরু হয়। ২২ আগস্ট সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে এপিবিএনের তিন সদস্যকে র‌্যাব হেফাজতে নেয়া হয়। এরপর তাদের স্বাস্থ্য পরীক্ষা করে র‌্যাব কার্যালয়ে নেয়া হয়।

তখন র‌্যাব সূত্রে জানা যায়, হত্যার ঘটনায় যারা সক্রিয়ভাবে জড়িত ছিল তাদের সঙ্গে গ্রেপ্তার এপিবিএনের এই তিন সদস্যদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। সিনহার হত্যার ঘটনার দিন এই তিনজনই এপিবিএনের চেকপোস্টে দায়িত্ব পালন করেছেন।
গত ১৮ আগস্ট এপিবিএনের তিন সদস্যকে গ্রেপ্তার করে মামলার তদন্তের দায়িত্বে থাকা র‌্যাব সদস্যরা।

এদিকে, ২৫ আগস্ট সিনহা হত্যা মামলার তিন আসামি নুরুল আমিন, নিজাম উদ্দিন ও আয়াছকে দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ড নিয়েছে র‌্যাব। আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রথম দফায় সিনহা হত্যার অন্যতম আসামি ওসি প্রদীপ, এসআই লিয়াকত এবং নন্দদুলাল রক্ষিতের এ তিনজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

অন্যদিকে, ৭ দিনের রিমান্ড শেষ আবার দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দদুলাল রক্ষিতসহ প্রধান তিন আসামিকে।

প্রসঙ্গত, গত ৩১শে জুলাই রাতে টেকনাফের পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে কক্সবাজার মেরিন ড্রাইভ দিয়ে হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা রাশেদ খান। তখন হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে উল্টো মামলা করেছিলো পুলিশ।

এরপর ৫ই আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে