Dr. Neem on Daraz
Victory Day

শ্রম আপিল ট্রাইব্যুনালে যাবেন ড. ইউনূস


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৫:১১ পিএম
শ্রম আপিল ট্রাইব্যুনালে যাবেন ড. ইউনূস

ঢাকাঃ শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলার রায় বাতিল চেয়ে আপিল করবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। 

আগামী রোববার (৩ মার্চ) শ্রম আপিল ট্রাইব্যুনালে স্বশরীরে হাজির হয়ে জামিনও চাইবেন তিনি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, যেহেতু ওইদিন পর্যন্ত জামিনের মেয়াদ, কাজেই হাজির হতেই হবে। আমরাও যাবো জামিনের মেয়াদ বাড়াতে। 

যদিও সেদিন শ্রম আপিল ট্রাইব্যুনালে মামলার শুনানি হবে বলে মনে করেন না তিনি। আব্দুল্লাহ আল মামুন বলেন, যেহেতু বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল শুনানির জন্য ৬ মার্চ দিন ধার্য করেছেন, কাজেই সেদিন পর্যন্ত শুনানি করতে পারবেন না শ্রম আপিল ট্রাইব্যুনাল।

এর আগে, শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ৬ মাসের সাজা হয় ড. ইউনূসের। তবে ৩০ দিনের মধ্যে আপিলের শর্তে জামিন পান ইউনূসসহ ৪ জন। 

এম/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে