Dr. Neem on Daraz
Victory Day

হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১১৪ আইনজীবী


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩, ০৯:৫৩ এএম
হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১১৪ আইনজীবী

ঢাকাঃ আইনজীবী হিসেবে হাইকোর্টে প্র্যাকটিসের (হাইকোর্ট পারমিশন) জন্য সনদপ্রাপ্তির লিখিত পরীক্ষায় ১ হাজার ১১৪ জন আইনজীবী উত্তীর্ণ হয়েছেন। আর তৃতীয় পরীক্ষকের যাচাইয়ের জন্য ১৯৬ জন আইনজীবীর ফল স্থগিত (পেন্ডিং) রাখা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) ড. ওয়াহিদুজ্জামান শিকদারের স্বাক্ষরের পর ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।

এখন নিয়ম অনুসারে পেন্ডিং লিস্টে থাকা আইনজীবীদের খাতা তৃতীয় পরীক্ষক যাচাই শেষে ফল ঘোষণা করবে বার কাউন্সিল। এরপর ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্র্যাকটিসের জন্য অনুমতিপ্রাপ্ত হবেন।

এর আগে গত ৪ মার্চ আইনজীবী হিসেবে হাইকোর্টে প্র্যাকটিস (হাইকোর্ট পারমিশন) করার জন্য সনদপ্রাপ্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে