Dr. Neem on Daraz
Victory Day

সিটি নির্বাচন পেছাতে আপিল সিদ্ধান্ত কাল


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০, ০১:০৮ পিএম
সিটি নির্বাচন পেছাতে আপিল সিদ্ধান্ত কাল

ঢাকা : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ৩০ জানুয়ারিই অনুষ্ঠিত হবে। ভোটের তারিখ পরিবর্তনের জন্য এক রিট আবেদন খারিজ করে দিয়ে এদিন ভোটে বাধা নেই বলে সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে হাইকোর্ট এ আদেশ দেয়।

তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করার বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী অশোক কুমার ঘোষ।

বুধবার (১৫ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন।

প্রসঙ্গত, সরস্বতী পূজার কারণে আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর জন্য রিট করেন আইনজীবী অশোক কুমার ঘোষ। গত ৫ জানুয়ারি দায়ের করা ওই রিটে বলা হয়েছে, আগামী ২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন করা হবে। কিন্তু ঢাকায় সিটি নির্বাচন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এজন্য সিটি নির্বাচনের পেছানোর প্রয়োজন রয়েছে।

আগামীনিউজ/আপি/এমআর/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে