Dr. Neem on Daraz
Victory Day

দুদকে তলব: নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাওলাদারের হাইকোর্টে রিট


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ১০:১৯ এএম
দুদকে তলব: নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাওলাদারের হাইকোর্টে রিট

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।

রোববার (৭ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ  রিট দায়ের করা হয়।

এ বিষয়ে আজ হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চুয়াল বেঞ্চে শুনানি হতে পারে।

সোমবার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। 

তিনি বলেন, আগামী ১০ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য রুহুল আমিন হাওলাদারকে তলব করেছেন দুদক। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট করেছেন। সে রিটের অনুলিপি পেয়েছি। আজ এ রিটের ওপর শুনানি হতে পারে।

এর আগে, ২০১৯ সালে তাকে নোটিশ দিয়েছিলো দুদক। পরে ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট করেছিলেন। একই বছরের ৩ এপ্রিল ওই নোটিশের কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে