Dr. Neem on Daraz
Victory Day

অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধে হাইকোর্টের নির্দেশ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ১২:৩৩ পিএম
অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধে হাইকোর্টের নির্দেশ

ফাইল ছবি

ঢাকাঃ সারাদেশের অনিবন্ধিত ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ও সমবায় সমিতি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সুদ প্রদানকারী অনিবন্ধিত প্রতিষ্ঠান ও ব্যক্তির তালিকা তৈরিতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুদের কারবার অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদেশ প্রাপ্তির ৪৫ দিনের মধ্যে তা প্রতিপালনে অর্থ সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্ণরকে নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সারাদেশের গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়া অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ৬৪ জেলার ডিসি- এসপিকে বিবাদী করা হয়।  

ওইদিন বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ রিট দায়ের করা হয়। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে