Dr. Neem on Daraz
Victory Day

ঝালকাঠিতে ফেনসিডিল রাখার দায়ে যুবকের যাবজ্জীবন


আগামী নিউজ | আব্দুর রাজ্জাক সিকদার, ঝালকাঠি প্রতিনিধি  প্রকাশিত: মার্চ ১০, ২০২১, ০৩:২৫ পিএম
ঝালকাঠিতে ফেনসিডিল রাখার দায়ে যুবকের যাবজ্জীবন

সংগৃহীত

ঝালকাঠি:  নিজ হেফাজতে ফেনসিডিল রাখার দায়ে জামাল হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঝালকাঠির আদালত।

বুধবার (১০ মার্চ) দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক এস. কে. এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত জামাল হোসেন শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার মৃত মিনহাজ হাওলাদারের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি রাতে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসা থেকে মাদক ব্যবসায়ী জামাল হোসেনকে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক করে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল। এ ঘটনায় পরদিন ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন র‌্যাব-৮ এর ডিএডি নায়েব আলী।

এরপর ঝালকাঠি থানার এসআই আবদুল বারেক তদন্ত শেষে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশীট দাখিল করেন। ছয়জনের জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌসুলি আসম মোস্তাফিজুর রহমান মনু ও আসামি পক্ষে অ্যাডভোকেট আবদুল আলিম।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে