Dr. Neem on Daraz
Victory Day

ফের পেছালো গ্যাটকো দুর্নীতি মামলার চার্জ গঠনের শুনানি


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২০, ০১:২৬ পিএম
ফের পেছালো গ্যাটকো দুর্নীতি মামলার চার্জ গঠনের শুনানি

ছবি সংগৃহীত

ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অন্যান্য আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার চার্জ গঠনের শুনানির দিন ফের পিছিয়েছে। নতুন তারিখ ১৮ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) মামলাটি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।

কিন্তু আসামিপক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন।

পরে ঢাকার বিশেষ- ৩ এর ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম আবেদন মঞ্জুর করে নতুন এই দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া এসব তথ্য জানান।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে গ্যাটকো দুর্নীতি মামলা করে দুদক। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয়া হয়। ২০০৭ ও ২০০৮ সালে মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করেন খালেদা জিয়া।

২০০৮ সালের গত ( ১৫ জুলাই) হাইকোর্ট এই মামলার কার্যক্রম স্থগিত করেন ও রুল দেন। ওই সময় থেকে মামলাটির কার্যক্রম স্থগিত ছিল। ২০১৫ সালের (৫ আগস্ট) জারি করা রুল খারিজ করে রায় দেন বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের বেঞ্চ।

গ্যাটকো মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদার প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ টাকার ক্ষতি করেছেন।

খালেদা জিয়া ছাড়াও সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও এম কে আনোয়ার, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী প্রমুখ এ মামলার আসামি। মামলার ২৪ আসামির মধ্যে চার জন আসামি মারা গেছেন। বর্তমান আসামির সংখ্যা ২০ জন।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে