Dr. Neem on Daraz
Victory Day

প্রযুক্তির সহায়তায় সদস্য সংগ্রহে জঙ্গিরা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১১, ২০২০, ০১:৫৩ পিএম
প্রযুক্তির সহায়তায় সদস্য সংগ্রহে জঙ্গিরা

ঢাকা : রাজধানীর বংশাল থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলাম এর আবু কায়সার ওরফে রনি নামের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের একটি টিম।

মঙ্গলবার (১০ মার্চ) বিকাল সাড়ে চারটায় বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুইটি পাসপোর্ট ও একটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত রনি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলাম এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি ২০১৮ সালে দুবাই গমন করেন। দুবাই অবস্থানকালে রনি অনলাইনে টেলিগ্রাম ও অন্যান্য নেটওয়ার্কিং অ্যাপসের মাধ্যমে সংগঠনের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করতেন। এ সময় নাশকতামূলক কর্মকান্ডে জড়িত সন্দেহে ২০১৯ সালে দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে এবং সাত মাস কারাভোগের পর তাকে দেশে পাঠিয়ে দেয়। দেশে ফিরে এসে তিনি পুনরায় সংগঠনের সদস্যদের সংগঠিত করে নাশকতামূলক কর্মকান্ড সংঘটনের জন্য কাজ শুরু করেন। সম্প্রতি তার নির্দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল-ইসলাম এর কতিপয় সদস্য কথিত জিহাদের উদ্দেশ্যে ইসকন মন্দির ও ইসকনের অন্যান্য স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল। এ সংক্রান্তে ইতোপূর্বে এই সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করে নিয়মিত মামলায় প্রেরণ করা হলে আটককৃতরা বিজ্ঞ আদালতে প্রদত্ত জবানবন্দিতে উক্ত রনির নির্দেশে হামলা পরিকল্পনার কথা জানায়।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতারকৃত রনি তার অন্যান্য সহযোগীদের মাধ্যমে বিভিন্ন সময়ে টেলিগ্রাম ও অন্যান্য অনলাইন চ্যাট গ্রুপ এবং ক্রিপ্টোকারেন্সীর মাধ্যমে সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করতেন। এছাড়াও তিনি দুবাই অবস্থানকালে তার অনুসারীদের মাধ্যমে নাশকতামূলক কর্মকান্ড সংগঠনের উদ্দেশ্যে অনলাইন মার্কেটপ্লেস থেকে বিস্ফোরক দ্রব্য ক্রয় করে দেশে আনার চেষ্টা করেন।

কাউন্টার টেরোরিজম বিভাগ সূত্র জানায়, রনির সাথে সংগঠনের দাওয়াত প্রদানকারী নাজমুল ওরফে উসমান গনি ওরফে আবু আইয়ুব আল আনসারীর যোগাযোগ ছিল। নাজমুল ওরফে উসমান ইতোপূর্বে জঙ্গিবাদ বিরোধী চলচ্চিত্র নির্মাণ করায় চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খানকে হত্যা প্রচেষ্টা ও পরিকল্পনায় সমন্বয় করেন। এ ঘটনায় ২০১৮ সালে এই সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদের লক্ষ্যে দশ  দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

আগামীনিউজ/সুমন/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে