Dr. Neem on Daraz
Victory Day

খালেদার জামিন খারিজের বিরুদ্ধে আপিল করবে বিএনপি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০৫:১৩ পিএম
খালেদার জামিন খারিজের বিরুদ্ধে আপিল করবে বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন হাইকোর্টে খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন দলের অন্যতম আইনজীবী মওদুদ আহমদ।

তিনি বলেছেন, ‘হাইকোর্টে জামিনের খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করব। তার (খালেদা) জামিন খারিজের বিষয়ে যদি দেশে অস্থির অবস্থার সৃষ্টি হয় তাহলে এর দায় সরকারকে নিতে হবে।’

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের খালেদার জামিন আবেদন শুনানি শেষে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

এর আগে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করানোর দাবিতে তার আইনজীবীদের করা জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রাষ্ট্র, আসামি ও দুদকের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ) হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে হাইকোর্ট বলেছেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা দেশেই করা সম্ভব। তার চিকিৎসা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালেই হবে।’

আদালত আরো বলেন, ‘খালেদা জিয়াকে বুঝতে হবে উনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তিনি অন্যদের মতো স্বাধীন নন। বিএসএমএমইউ দেশের মধ্যে সেরা হাসপাতাল। তাই সেখানে তার চিকিৎসা করতে কোনো সমস্যা নেই।’

এদিকে বিএসএমএমইউ থেকে পাঠানো চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদনে উন্নত চিকিৎসার জন্য সম্মতি দেননি কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হাইকোর্টে বুধবার দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)  আদালতে প্রতিবেদনটি পড়ে শোনান বিচারপতি ওবায়দুল হাসান।

এরপর শুনানি শেষে জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

আগামীনিউজ/হাসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে